বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ - ০৮:১৮
গাজার নিপীড়িত মানুষদের সহায়তা করা অত্যাবশ্যকীয় ধর্মীয় দায়িত্ব: আয়াতুল্লাহ আরাকি

ইরানের মাসলা‌হাত (জনস্বার্থ) নির্ধারণ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোহসেন আরাকি জনপ্রিয় আন্দোলন “ভয়েস অব গাজা” প্রচারণার পরিষদের সঙ্গে বৈঠকে বলেন, গাজার নিপীড়িত জনগণকে সহায়তা করা তাৎক্ষণিক ও প্রত্যক্ষ ধর্মীয় দায়িত্ব, কারণ মুসলমানদের “জীবন ও সম্পদ” আজ গুরুতর হুমকির মুখে।

হাওজা নিউজ এজেন্সি: বিশেষজ্ঞ পরিষদে সদস্য প্রচারণার কর্মীদের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, “আমি আপনাদের পুরো দলের প্রতি আস্থাশীল। আমাদের হাতে যা কিছু রয়েছে, আমরা তা দিয়ে চব্বিশ ঘণ্টা আপনাদের পাশে থাকতে প্রস্তুত।”

তিনি এই আন্দোলনকে একটি ধর্মীয় বাধ্যবাধকতা আখ্যা দিয়ে বলেন, “এই কাজে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করতে হবে।”

আয়াতুল্লাহ আরাকি সহায়তার পরিসর সম্প্রসারণের ওপর জোর দিয়ে বলেন, “শুধু সীমিত উদ্যোগ যথেষ্ট নয়; ইরান, ইরাক এবং সমগ্র অঞ্চলের সব ধরনের সামর্থ্য এই কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “গাজার মানুষের সহায়তা করা এক ঐশী দায়িত্ব, আর আমাদের এ বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমি আশা করি, যারা সত্যিই উদ্বিগ্ন, তারা সবাই দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসবেন।”

উল্লেখ্য, “ভয়েস অব গাজা” প্রচারণা গাজার অবরোধ ভাঙা এবং উপকূলে যাত্রা করা জাহাজ বহরের আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে গঠিত হয়েছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha